নোয়াখালীর সেনবাগ উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ ও তার অনুসারীদের প্রবেশের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
শনিবার (২৮ জুন) সকালে ইউএনও গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলামকে প্রধান করা হয়েছে। অতি সত্বর কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সেনবাগ উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর পূর্বে দলবল নিয়ে সরাসরি হলের ভেতরে প্রবেশ করেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসে। এরপর শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানান। এরপর শুক্রবার বিকেলে মোহাম্মদ সানাউল্লাহর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।
তদন্ত কমিটির প্রধান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার শনিবার বন্ধের দিন হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে। আশা করি রোববার, সোমবারের ভেতর তদন্ত রিপোর্ট জমা দিতে পারবো।