ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বন্ধের দুই দিন পর, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ দুই দিনের সফরে চীনে গেছেন।
চীনের কিংডাও শহরে অনুষ্ঠেয় আঞ্চলিক নিরাপত্তা ফোরামে অংশ নিতে গেছেন তিনি। দুই দিনের এ ফোরামটি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আওতায় আয়োজিত হচ্ছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন এই ফোরামের আয়োজক। বৈঠকে এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নিচ্ছেন। এ ব্লকে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান ও বেলারুশ অন্তর্ভুক্ত।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভির সহযোগী প্রকাশনা ‘ইউয়ুয়ানতানতিয়ান’ নাসিরজাদেহর চীন পৌঁছানোর একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, প্রতিরক্ষামন্ত্রীকে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এবং চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাথে দেখা ও আলোচনা করতে চীন সফর করছেন আজিজ নাসিরজাদেহ।
এমন এক সময়ে তার এই সফর হচ্ছে, যখন ইরানের সামরিক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সমালোচনা বাড়ছে। ইসরায়েলি আক্রমণের প্রথম ঘণ্টায় দেশটি কীভাবে সহজেই তার আকাশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, ২০২৩ সালে ইরান আনুষ্ঠানিকভাবে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যপদ লাভ করে। এই সংস্থা মূলত এশিয়ার নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে গঠিত হয়েছিল।
নিরাপত্তা ফোরামে নাসিরজাদেহর অংশগ্রহণকে ইরান-চীন ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।