জুলাই ৪, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

নাটোরে নলডাঙ্গা উপজেলা আওয়ামী ও যুবলীগের ২ নেতা আটক

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও যুবলীগ নেতা আবু দিলশাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

রোববার দিনগত রাত ২টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃত সাইফুল ইসলাম নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দিলশাদ হোসেন দিলশাদ মাধনগর ইউনিয়নের বাঁশিলা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মারামারির মামলায় গতরাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত কাজ শেষে তাদের আদালতে পাঠানো হবে।