জুলাই ৪, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

ঢামেক শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, হলে অনড় অবস্থান

আবাসন সংকটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তবে তারা হলে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার (২২ জুন) দুপুরে অধ্যক্ষের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের অন্যতম প্রতিনিধি তৌহিদুল আবেদীন তানভীর জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ অধ্যক্ষ ডা. কামরুল আলমের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের আলোচনা হয়। কিন্তু আলোচনায় সন্তোষজনক কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় তারা হলে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আমরা দাবি করছি, আগামীকাল (সোমবার) দুপুর ১২টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এসে ঝুঁকিপূর্ণ হলগুলোর বাস্তব অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।

এর আগে, চলমান সংকট তুলে ধরে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে— ঝুঁকিপূর্ণ হল সংস্কার বা নতুন আবাসন ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ, ছাত্র-ছাত্রীদের জন্য পর্যাপ্ত টয়লেট ও পানির ব্যবস্থা, সুষ্ঠু পরিবেশে পড়ালেখার পরিবেশ নিশ্চিত করা এবং দ্রুত বাস্তবসম্মত সমাধান প্রক্রিয়া শুরু করা।

অধ্যক্ষ ডা. কামরুল আলম এ বিষয়ে বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আশা করি, তারা ধীরে ধীরে বুঝবে এবং হলে অবস্থান ত্যাগ করবে।

তিনি আরও বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। তবে সময়ের প্রয়োজন রয়েছে, কারণ শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন প্রক্রিয়াগতভাবে কিছুটা সময় সাপেক্ষ।

প্রসঙ্গত, ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত আবাসন সংকটের কারণে ঢামেকের শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করছেন এবং বিভিন্ন সময় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।