জুলাই ৪, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ২১ জন কর্মকর্তা বাধ্যতামূলক অবসর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পর্যায়ের আরও ২১ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— উপ-রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, উপ-পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থাকা কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় আইনের আলোকে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, অবসরে পাঠানো কর্মকর্তাদের অনেকেই দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এদের কেউ কেউ বিগত সময়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা, দলীয় আনুগত্য কিংবা প্রভাব খাটিয়ে সুবিধাভোগের অভিযোগে আলোচিত ছিলেন। তবে তাদের সবার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় আইন অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠাতে কোনো বাধা ছিল না।

এর আগেও, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দফায় ২৯ জন কর্মকর্তাকে একই প্রক্রিয়ায় অবসরে পাঠিয়েছিল। সর্বশেষ গত ২২ এপ্রিলের সিন্ডিকেট সভায় ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।