বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দীনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।
এর আগে, বুধবার দিবাগত রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী খালপাড় সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। জসীম উদ্দিন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। সিএন্ডবি রোড এলাকায় রাজনৈতিক অস্থিরতার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ এবং হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।’
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন জসিম। বুধবার রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে আজ দুপুরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।