ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ রাজনীতি

আগামী ৩রা জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে নোটিশ জারি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে নোটিশ জারি করা হয়েছে। তাকে আগামী ৩ জুন সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২৫শে মে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনাসহ দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত বছরের ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে রাজধানীর চানখারপুলে নারকীয় হত্যাকাণ্ড চালায় আইশৃঙ্খলা বাহিনী। চাইনিজ রাইফেলের গুলিতে শহীদ হন ১০ম শ্রেণির শিক্ষার্থী আনাসসহ ৬ জন। তদন্ত রিপোর্ট যাচাই বাছাই শেষে ২৫শে মে রোববার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এরমধ্য দিয়ে জুলাই-আগস্ট হত্যার প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হলো।
এদিন শুনানির শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন।

তিনি বলেন, চানখারপুলের এ হত্যায় সরাসরি নির্দেশ দিয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। পুলিশের সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমারচক্রবর্তীসহ অন্য ৭ আসামি মাঠপর্যায়ে হত্যার নির্দেশনা বাস্তবায়ন করেন। আসামির সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর।

এদিন, শেখ হাসিনাসহ দুজনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়াও ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি-এ বক্তব্যের ব্যাখ্যা না দেয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন করেন চিফ প্রসিকিউটর।