লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের এক নেতাকে তার সমর্থকরা হাতকড়াসহ পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন।
শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নেতার নাম আশরাফ উদ্দিন রাজন। তিনি কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি।
সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোহাম্মদ রকিবুল হাসান বলেন, “ছিনিয়ে নেওয়ার পর স্থানীয়রা হ্যান্ডকাপটি পুলিশের কাছে হস্তান্তর করে। রাজনকে ধরতে পুলিশি অভিযান চলছে। তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।”