মে ১২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ অর্থনীতি

সর্বকালের সকল রেকর্ড ভেঙ্গেছে প্রবাসী আয়

চলতি অর্থবছরের ৭ই মে পর্যন্ত রেমিটেন্স এসেছে ২৫.২৭ বিলিয়ন বা ২ হাজার ৫২৭ কোটি মার্কিন ডলার, দেশের ইতিহাসে কোনো নিদিষ্টি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের ৭ মে পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত অর্থ বছরের একই সময়ে যা এসেছিল ১ হাজার ৯৭২ কোটি মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৮ দশমিক ২০ শতাংশ।
এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। সবশেষ ২০২৩-২৪ অর্থ বছরজুড়ে এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।
এদিকে, দেশে চলতি মাসের প্রথম ৭ দিনেই এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার। আর চলতি মাসের গত ৭ মে একদিনেই দেশে এসেছে ১১ কোটি ডলার।

গত মার্চ মাসে দেশে আসে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।