ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিয়োগে তদবির বাণিজ্য করার অভিযোগ উঠেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে।
গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মুখলেস উর রহমানের কাছে এজাজকে এ সুপারিশ করেন আসিফ মাহমুদ।
সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করে নিজে ফায়দা লুটেন এবং নিজের বলয় ভারি করেন আসিফ মাহমুদ। সেইসঙ্গে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেন।
প্রতিবেদকের হাতে আসা তদবির বাণিজ্যের ওই চিঠিতে আসিফ মাহমুদ লিখেন, “প্রিয় সিনিয়র সচিব, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, স্থানীয় সরকার বিভাগের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যাদি সম্পন্ন করণের জন্য প্রশাসক হিসেবে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন।”
আসিফ মাহমুদ চিঠিতে লিখেন, মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার, শেরেবাংলা নগর, ঢাকা একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। তিনি কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত ছিলেন। তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলে এই প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধিসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি।
“এমতাবস্থায়, জনাব মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার-কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে ০২ (দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি”, লিখেন আসিফ মাহমুদ।