মে ১৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির নামে চলছে তামাশা: আরাফাত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির নামে তামাশা চলছে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা মোহাম্মদ এ আরাফাত

আজ শুক্রবার (৯ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, “যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীর নামে চলছে তামাশা। রাজাকারের বাচ্চারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সিদ্ধান্ত নিয়েই এই তামাশা করছে।”

“এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই কি বা না করলেই কি? এরা নিজেরাই তো অবৈধ। নরঘাতক ইয়াহিয়ার খানও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।”

“তাতে কি হয়েছিল? ইয়াহিয়ার খান ও তার হানাদার পাকিস্তান বাহিনী পরাজিত হয়েছিল। আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছিল”, বলেন তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, “এই যুদ্ধেও আওয়ামী লীগ জয়ী হবে, আওয়ামী লীগ জয়ী হলেই বাংলাদেশ জিতবে। আওয়ামী লীগ পরাজিত হলে, বাংলাদেশই হারবে।”