ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে আসন্ন ইউরোপ সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
আগামী ১৩ মে থেকে ইউরোপের তিন দেশ ক্রোয়েশিয়া, নরওয়ে এবং নেদারল্যান্ডে রাষ্ট্রীয় সফরের যাওয়ার কথা ছিল ভারতীয় প্রধানমন্ত্রীর। এছাড়া, অসলোতে ১৫ ও ১৬ তারিখ আয়োজিত ইন্ডিয়া-নরডিক সম্মেলনেও অংশ নিতে চেয়েছিলেন তিনি। তবে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা খুব কাছে থেকে সামলাতে চাইছেন মোদি। তাই আপাতত দেশেই থাকছেন।
সংশ্লিষ্ট তিন দেশকে মোদির সফর স্থগিতের বিষয়ে অবহিত করা হয়েছে। তাদেরকে ভারত-পাকিস্তানের চলমান সংঘাত নিয়েও জানানো হয়েছে।
এছাড়া, ৯ মে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষ্যে মস্কো সফরও বাতিল করেছেন নরেন্দ্র মোদি।
সম্প্রতি কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিনদুর বা সিঁদুর অভিযান। দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ।
ভারতের দাবি, তারা পাকিস্তানে অবস্থিত নয়টি হামলা চালিয়েছে। এসব ঘাঁটি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে।
এদিকে, পাকিস্তানের দাবি তাদের ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে।
হামলার বিষয়ে ভারতের দাবি, এটি পাকিস্তানের বিরুদ্ধে অভিযান নয়। তারা লক্ষ্যবস্তু নির্ধারণ এবং হামলা পরিচালনায় যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। পাকিস্তানি সামরিক কোনও ঘাঁটিতে হামলা চালানো হয়নি। কেবল নির্দিষ্ট লক্ষ্যেই সুস্পষ্ট এবং পরিমিত হামলা চালিয়েছে ভারত।