রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান মতপার্থক্য থাকা সত্ত্বেও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সেগুলোকে ছাড় দিয়ে একটি অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
তিনি বলেন, কমিশনের প্রধান উদ্দেশ্য হলো সকলের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতের একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করা।
রোববার ১২ দলীয় জোটের সাথে কমিশনের প্রথম দিনের সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, কমিশন ভবিষ্যতে বাংলাদেশে যাতে স্বৈরশাসন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
ড. আলী রীয়াজ বলেন, রাষ্ট্রীয় নিয়ম-কানুন ব্যবহার করে যাতে পুনরায় স্বৈরশাসনের মতো পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
তিনি জানান, দ্রুত রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে; বিলম্বের সুযোগ নেই।
তিনি আরও বলেন, যদি ঐকমত্য প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রত্যেক পক্ষকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। রাষ্ট্রের মৌলিক নীতি ও বিষয়গুলোতে সকলের একমত হওয়া অপরিহার্য। কেবল কমিশনই নয়, রাজনৈতিক দলগুলোকেও অন্যান্য দলের সঙ্গে আলোচনায় বসতে হবে।