মে ৪, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

তারেক রহমানকে হত্যার হুমকি


আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানকে হত্যার হুমকি প্রদান করেছে অজ্ঞাতস্থান থেকে।

ভারতের একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে তারেক রহমানকে এই হত্যার হুমকি দেওয়া হয়। যেখানে বলা হয় তোর মরণ আগামী শুক্রবার মনে রাখ। কাফনের কাপড় বাসায় রেখে বের হবি। কাশ্মীর যেমন টেররিস্ট মেরেছে তোকে ঠিক তেমনি মারবো।

শনিবার মধ্যরাতে তারেক রহমান তার নিজের ফেসবুক পেইজে একটি স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে দেখা যায় তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে একটি ভারতীয় নম্বর থেকে।

ভয়েজ অব সুইডেন এর পাঠকদের জন্য সেই স্ক্রিনশট এর অংশটি হুবহু তুলে ধরা হলো।

(তোর মরণ আগামী শুক্রবার হবে মনে রাখ

Kaponer কাপড় বাসায় রেখে বের হবে

Kashmir যেমন terriorist মেরেছে তোকে ঠিক তেমনই marbo

মাত্র ৪ দিন দুনিয়া দেখবে তুই)