যুক্তরাষ্ট্র যাওয়ার পথে বিমানবন্দর থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার।
গত ৩০শে এপ্রিল যুক্তরাষ্ট্র যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
পরদিন পহেলা মে বৃহস্পতিবার তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
গ্রেফতার প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের কাছে আগে থেকে তথ্য ছিল যে তিনি যেকোনো সময় দেশের বাইরে চলে যেতে পারেন। সে কারণে আগে থেকেই বিমানবন্দরের ইমিগ্রেশনে তার ব্যাপারে তথ্য দেওয়া ছিল। সে তথ্যের ভিত্তিতে গতকাল বিমানবন্দরে তাকে আটক করা হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন অ্যাডভোকেট মাওলার হোসেন সানা কে ঢাকা থেকে নিয়ে আসার পরে উপজেলার চাখারের এক বিএনপি নেতার দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে বরিশালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার গ্রেফতারের খবরে তার ফাঁসির দাবিতে আজ দুপুরে বানারীপাড়ায় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন।
এর আগে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন।
মাওলাদ হোসেন সানা গত বছরের ৫ই জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্ধিতা করেছিলেন।