আজ হাজার হাজার মানুষ ফিলিস্তিনের জন্য রাস্তায় নেমেছে মানবতার পক্ষে, সত্যের পক্ষে।
কিন্তু দেশের তথাকথিত মিডিয়া চুপ!
কেন?
কারণ তাদের চোখ শুধু সরকারের ইশারায় খোলে, সরকারের স্বার্থে চলে।
এরা দেশের মানুষের পক্ষে নয়, সরকারের পক্ষে।
সরকার যদি আজ দেশ বিক্রি করে দেয়, বিদেশিদের হাতে দেশের স্বাধীনতা তুলে দেয় তবুও এই মিডিয়া সরকারের পক্ষেই থাকবে।
কারণ এরা টাকা আর ক্ষমতার গোলাম, বিবেকহীন দালাল।
এরা সাংবাদিকতার নাম বিক্রি করে দালালি করে।
জনগণের স্বপ্ন, দেশের স্বার্থ এদের কাছে কিছুই না।
শুধু সরকারের চামচামি আর মিথ্যা প্রচারের জন্য এই তথাকথিত মিডিয়া বেঁচে আছে।
যারা লাখো মানুষের স্লোগান শুনেও না শোনার ভান করে, যারা মজলুমদের কান্না দেখেও চোখ ফেরায়
তাদের মানুষ বলার যোগ্যতাও নেই।
এই দালাল মিডিয়াগুলো জনগণের শত্রু।
তারা দেশের গায়ে কলঙ্ক, জাতির বিবেকের ঘাতক।
জনগণ এই বিশ্বাসঘাতকদের চিনে রেখেছে সময় হলে জবাব দেবেই।
লিখেছেন: GJI
মতামত
সরকারের পা-চাটা দালাল মিডিয়া
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- এপ্রিল ২৬, ২০২৫
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 8 জন দেখেছে
