এপ্রিল ১৯, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব সুইডেন

সুইডেনে খাদ্যদ্রব্য মূল্যের উর্ধ্বগতি সর্বোচ্চ

সুইডেনে খাদ্যদ্রব্য মূল্যের উর্ধ্বগতি চলমান।
মার্চ মাসে দাম বেড়েছে ৫ শতাংশেরও বেশি। এসবিসি সংস্থার একটি জরিপে দেখা গেছে যে ২০২৩ সালের পর খাদ্যদ্রব্য মূল্যের উর্ধ্বগতি সর্বোচ্চ। কফি, চকোলেট এবং দুগ্ধজাত পণ্য যেমন মাখন, পনির এবং দুধের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এক বছর আগের তুলনায় এই জিনিস গুলোর দাম ৩০ শতাংশ বেশি।
শুধু খাবারের দাম বেশি বাড়ছে তা নয় জুতা, জামাকাপড় এবং আরও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে সুইডেনে সামগ্রিকভাবে দাম বেড়েছে ২.৩ শতাংশ।