মিরাজুল ইসলাম : ‘টাইম’ ম্যাগাজিন আগামী ৯ ডিসেম্বর সংখ্যায় ড. ইউনূসকে নিয়ে এক পৃষ্ঠাব্যাপী প্রতিবেদন প্রকাশ করেছে। ইতিপূর্বে ড. ইউনূসকে নিয়ে করা টাইম প্রতিবেদনের সাথে সাম্প্রতিক প্রতিবেদনটির কিছু পরিবর্তন আমার চোখে লেগেছে। প্রথমে চোখে পড়েছে আলোকচিত্রী প্রতীক সরকারের ক্যামেরায় কালো পর্দার সামনে স্মিত হাস্যে বসে থাকা ড. ইউনূসের ঝাপসা ছবিটি।
শৈল্পিকতার আড়ালে ছবির ডিসকোর্সটি এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। স্পষ্ট কিংবা সরাসরি ছবির নিশ্চয় ঘাটতি ছিল না টাইম ম্যাগাজিনের স্টকে।
ব্যাপারটা আমার কাছে সাংকেতিক মনে হয়েছে। মূল আলোচনায় ড. ইউনূসের নতুন বাংলাদেশ ২.০ নিয়ে টাইম ম্যাগাজিনের উচ্ছ্বাস অনেক নিয়ন্ত্রিত। মোদী সরকারের আশ্রয়ে শেখ হাসিনার পলায়ন এবং দেড় হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের চ্যালেঞ্জ নিয়ে প্রতিবেদনে নতুন করে উল্লেখ করার মতো কিছু খুঁজে পাইনি।
কেবল ঢাকার দেয়ালে আগস্ট আন্দোলনের ম্যুরাল এবং সংস্কার বিষয়ে ড. ইউনূসের রাজনৈতিক দৃষ্টিভঙ্গী তুলে ধরার পাশাপাশি গ্লোবাল অর্থনীতিতে ড. ইউনূসের ব্যক্তিগত অর্জন এবং হিলারী ক্লিনটনের সাথে তাঁর সুসম্পর্ক উল্লেখ করা হয়েছে। নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তাঁর সম্পর্ক কেমন হতে পারে তা নিয়ে ড. ইউনূস বলেছেন, Trump is a business man, we are in business.
কথাটা অনেকের কাছে গডফাদার সিনেমার পরিচিত সংলাপের মতো শোনাতে পারে। বাস্তবতা হলো রাজনীতিতে যদি ‘It’s not personal, it’s business’ তত্ত্ব আরোপ করতে হয়, তবে সাথে এটাও মনে রাখা দরকার মার্কিন ক্ষমতাসীন-অক্ষকে নিজের পক্ষে রাখতে হলে পাল্টা বলতে হবে, ‘I’m Gonna Make Him An Offer He Can’t Refuse’ .. এই গলার জোর তখনই আসবে যখন জনগণ ঐক্যবদ্ধ থাকবে আগস্টের গণঅভূত্থানের মতো। সেটা যে আগের মতো নেই তা কি বাংলাদেশের রাজনীতি বিশেষজ্ঞ টাইম ম্যাগাজিনের সাংবাদিক চার্লি ক্যাম্পবেল টের পেয়েছেন?
লেখক ও সাংবাদিক। ফেসবুক থেকে