জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
রাজনীতি

মাহফুজ আলমের রক্তাক্ত গৃহযুদ্ধের স্ট্যাটাস: শুধু বিএনপির সাথে মাহফুজদের বিরোধ নয়, ড. ইউনূসের সঙ্গে বিরোধেরও বহিঃপ্রকাশ

ফজলুল বারী : ড. ইউনূসের ক্ষমতার মাস্টার মাইন্ড গর্ব (!) মাহফুজ আলমের রক্তাক্ত গৃহযুদ্ধের স্ট্যাটাস নিয়ে কতিপয়দের হাহাকার নিয়ে হাসি পেলো। এটা শুধু বিএনপির সাথে মাহফুজদের বিরোধ নয়, ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধেরও বহিঃপ্রকাশ। মাহফুজ যেটিকে পুরনো প্রজন্মের সাথে নতুন প্রজন্মের দ্বন্দ্ব বলে উল্লেখ করেছেন!

নিয়ত খারাপ হলে যা হবার তাই হয়। একেই বলে দেশের মানুষের এত বিশাল সমর্থনের পর সবাইকে ঐকবদ্ধ করার বদলে প্রতিশোধের রাজনৈতিক সংস্কৃতিতে অবগাহনের অবধারিত পরিণতি। মুক্তিযুদ্ধের বাংলাদেশের বদলে কথিত ৪৭ নিয়ে তাদের ধৃষ্ট মাতামাতির অনিবার্য ফল! জাতির পিতাকে খাঁটো করতে এই নষ্ট প্রজন্ম শেরে বাংলা, মওলানা ভাসানীদের মূল্যায়ন করার কথা বলে! অথচ তাদের দল করতে রাজি নয়! উল্টো বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত দলকে ধংস করতে চায়!

এরা মুখে বলে কোথাও আওয়ামী লীগ নেই! আবার পাহারা বসায় কেউ যাতে কোথাও সভা মিছিল করতে না পারে! আওয়ামী লীগের মতো একটি দল করতে তাদের কয়েক পুরুষ সাধনা করতে হবে। সেনা পুলিশ পাহারায় ক্ষমতার মধ্যে বসে মাহফুজের এই স্ট্যাটাসে তাদের পরাজয়ের নব্বুই ভাগ হয়ে গেছে। ঘন হয়ে ভিতরেই বসা থাকেন বাইরে বেরুলে পরিনতির বাকিটা ব্যবহারিক হাতে কলমে বুঝবেন

জাতির পিতা বঙ্গবন্ধুর অবমাননা আর মানুষদের পিটিয়ে মারার সংস্কৃতির সুদে-আসলে ফল ভোগ করতে হবে মাহফুজদের। এতদিন বিএনপি-জামায়াত ছাত্রদল সহ অ-আওয়ামী লীগ দলগুলোকে মাহফুজরা কাছে পেয়ে বিপ্লব স্পন্দিত বুকে মনে করেছেন! এখন দেখবেন তাদের কোথাও কেউ নেই! লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক। ফেসবুক থেকে