মাসুদ রানা : পিতা তাজউদ্দিন আহমদের নামকে পুঁজি করে যার রাজনৈতিক নাম ‘সোহেল তাজ’, তিনি বলেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যূত্থান নাকি একই সূত্রে বাঁধা।
কথাটি ‘ইনোসেণ্টলি’ ঠিক হতো, যদি তা ৫ই অগাস্টে বলা হতো, যখন মানুষ রাস্তায় নেমে এসেছিলো স্বৈরশাসকের পতনের একদফা দাবীতে। কিন্তু এখন এ-কথাটি উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাঙালী জতিরাষ্ট্রকে ধ্বংস করে ২০২৪-এর গণ-আভ্যূত্থানের ’মেটিকুলাস প্ল্যানার’গণ একটি ইসলামিক রাষ্ট্র গঠন করার প্রবণতাসম্পন্ন বিধায়, ঘটনা দুটো কখনও একই সূত্রে বাঁধা হতে পারে না। স্পষ্টতঃএকটি অন্যটির এ্যাণ্টিথিসিস – ক্যাম্প-‘৭১ বনাম ক্যাম্প-‘৪৭!
পিতার নাম বেচে রাজনীতি-করা এই তাজপুত্র কি তবে রাজনৈতিক সংজ্ঞায় এক স্বয়ংক্রিয় তাজ্যপুত্র? আশা করছি, বিষয়টি আগামীতে আরও স্পষ্ট হবে।
১০/১১/২০২৪
ঢাকা, বাংলাদেশ