জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিনোদন

চাঙ্কি পান্ডে আমাকে জীবন শেখালেন!

দেবব্রত মুখার্জি : চাঙ্কি পান্ডে। আমাদের যৌবনে বেশ কিছু রোমান্টিক ছবি করেছিলেন। অনেকেই তার মধ্যে ভবিষ্যত দেখতে পেয়েছিলেন। এক বছরে সম্ভবত 4-৫টা হিট/সুপার হিট দিয়েছিলেন। তারপর হঠাৎ, একেবারে হঠাৎ চাঙ্কি যেন হারিয়ে গেলেন।
শাহরুখ, সালমানসহ বোম্বে কাঁপিয়ে দেওয়া সব রোমান্টিক হিরো এসে গেলেন। একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেলে চাঙ্কি। এমনকি বাংলাদেশে এসেও সিনেমা করেছেন অভাবে পড়ে। হাতে স্ক্রিপ্ট নেই, সিনেমা নেই।

পরে অবশ্য কমেডি চরিত্রে ফিরে এসেছিলেন। ‘কায়ামত’ ছবিতে সাইকো ভিলেনের দারুন চরিত্র করেছেন। সেই চাঙ্কি এখন বৃদ্ধ। সম্প্রতি নতুন ছবি উপলক্ষে সাক্ষাতকার দিয়েছেন। নিজের অপ্রাপ্তি, অযোগ্যতা এবং ভুল নিয়ে অনেক কথা বলেছেন। আফসোস স্বভাবতই ছিলো। তবে শেষ বেলায় একটা দারুন দর্শনের কথা শুনিয়েছেন।

বলেছেন, ‘আমাকে যদি আবার জীবনযাপন করতে হয়, আমি এই চাঙ্কি পান্ডের জীবনটাই বেছে নেবো। এই একই পথে চলবো। কারণ, আমি আমার উত্থান ও পতন উপভোগ করেছি। বিশ্বাস করেন, পতনের অনুভূতিটাও অসাধারণ।’ আহ! চাঙ্কি পান্ডে আমাকে জীবন শেখালেন। আমিও আবার দেবব্রত হবো বলে সিদ্ধান্ত নিলাম। ফেসবুক থেকে