জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ শিক্ষা

ঢাবির হলগেটে ছাত্রদলের পোস্টার, সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএনপির বিপ্লব ও সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে ছাত্রদলের পোস্টার লাগানোর প্রতিবাদে ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ৬ নভেম্বর, বুধবার রাতে বিজয় একাত্তর হল গেটে বিক্ষোভ করে প্রভোস্ট বরাবর স্মারকলিপি দেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এসময় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারীদের ঘটনা তদন্ত করে শোকজের দাবি জানায় তারা।

পরে প্রতিবাদস্বরূপ শিক্ষার্থীরা বিজয় একাত্তর হল, হাজী মুহম্মদ মুহসীন হল, কবি জসীম উদ্দিন হলে লাগানো পোস্টার ছিড়ে ফেলেন। পরে বিভিন্ন হল থেকে মিছিলে নিয়ে ভিসি চত্বরে উপস্থিত হন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, বিজয় একাত্তর হলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যে চেতনা ও উদ্দেশ্য নিয়ে ১৭ জুলাই হল থেকে ছাত্রলীগ বিতাড়িত করা হয়েছে, এমন রাজনৈতিক কর্মকাণ্ড সে চেতনাকে অবমূল্যায়নের শামিল বলে আমরা মনে করি। হলে রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে হল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও উদাসীনতাই আমরা লক্ষ করেছি। হল এরিয়ায় রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে উদাসীনতার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

এতে আরও বলা হয়, এখন পর্যন্ত যেসব রাজনৈতিক কর্মকাণ্ড হল এরিয়ায় পরিচালিত হয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের দ্রুত শোকজ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি।