জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিনোদন

শাহরুখ খান পুলিশকে পাঠানো খাবারের বাক্সে যা লিখলেন

মান্নাত জুড়ে তখন কড়া নিরাপত্তা। শনিবার সারাটা দিন একবারও শাহরুখকে দেখতে পাননি তার অনুরাগীরা। এমনকি, মুম্বাই পুলিশের তৎপরতায় মান্নাতের আশপাশে ঘেঁষতে পারেনি একজনও।

জন্মদিনে শাহরুখকে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে নিজের স্টাইলে ধন্যবাদ জানিয়েছেন। মান্নাতের নিরাপত্তায় থাকা সমস্ত মুম্বাই পুলিশকর্মীকে খাবারের বাক্স পাঠিয়েছেন শাহরুখ।

আর সেই বাক্সেই লিখে দিয়েছিলেন থ্যাঙ্ক ইউ নোট। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। শাহরুখের জন্মদিন মানেই মান্নাতের বাইরে ভক্ত-অনুরাগীদের দেখা যায়। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ শাহরুখ’ বলে উচ্ছ্বাস প্রকাশ করে।