জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

জাতীয় পার্টি কি জানত না এইরকম একটা কিছু হবে?

ব্রাত্য রাইসু : জাতীয় পার্টি কি জানত না এইরকম একটা কিছু হবে? আমার ধারণা জানত। তারা চাইছে এইরকম একটা পরিস্থিতি তৈরি হউক। সে কারণেই সারজিস-হাসনাতরে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করছে তারা। বাঘের গর্জনের স্মৃতি যে বাঘের বর্তমান গর্জন নয়, সেই আওয়াজ দেশবাসীরে শোনানোর ইচ্ছা জাপার। দেখানো যে ছাত্র সমন্বয়কদের শক্তি আর আগের মত নাই। তাদের লোকবল এখন কম।

এই সার্ভে দরকার আওয়ামী লীগের, মাঠে নামার জন্যে। জাতীয় পার্টি তাদের অগ্র সেনাদল হিসাবে কাজ করতেছে বইলা মনে হয়।
ছাত্র সমন্বয়করা তাদের ফাঁদে পা দিছে। তারা শক্তি প্রদর্শনের মহড়া দিয়া যা ভুল করার তা করছে। এখন জাপা মাঠে নামবে ভিকটিম হিসাবে। নাইমা দেখানোর চেষ্টা করবে যে আগের গর্জন আর নাই।

এইটা এইবার যদি নাও পারে পরে আবারও এই ধরনের চেষ্টা তারা করবে। নিজেদেরকে কৌশলে ভিকটিম বানাইয়া রাস্তায় নামার চেষ্টা করবে তারা।
জাপারে রাস্তায় নামার সুযোগ দেওয়া ঠিক হবে না ইউনূস সাহেবের। বরং যমুনায় ডাইকা জিএম কাদের সাহেবের সঙ্গে আলোচনার মাধ্যমে জিনিসটা সমাধান করা উচিত। ফেসবুক থেকে