জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

ইউনূস সরকার কি এই জ্বালাওপোড়াওয়ের বিরুদ্ধে কিছু বলে?

তসলিমা নাসরিন : সমন্বয়করা জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দিয়েছে, কারণ তারা মনে করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। তারা ‘ফ্যাসিস্টের দোসর’ ছিল বলে যে কোনও অফিস, যে কোনও কারখানা, যে কোনও বাড়ি, যে কোনও দোকান, যে কোনও মানুষ পুড়িয়ে ছাই করে দিতে পারে, কারণ ফ্যাসিস্টের চিহ্ন, তারা সিদ্ধান্ত নিয়েছে, কোথাও তারা রাখবে না। ইউনুস সরকার কি এই জ্বালাও পোড়াওএর বিরুদ্ধে কিছু বলে?

না, বলেন না। কারণ সমন্বয়করা ইউনুসকে গদিতে বসিয়েছে, ৬৬৬ কোটি ডলারের ঋণ মাফও করে দিয়েছে। সে কারণে ইউনুস সরকার তাদের প্রতি এত কৃতজ্ঞ যে পুরো দেশকে পুড়িয়ে ছাই করলেও তিনি বলবেন, ‘এক্সট্রা অর্ডিনারি কাজ করেছ বাছারা। তোমাদের আগুন গোটা আকাশকে কী চমৎকার রঙিন করে দিয়েছিল, মনে হচ্ছিল যেন নর্দার্ন লাইটসের সৌন্দর্য দেখছি।’ ফেসবুক থেকে