দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকে ব্যাকফুটে টাইগার সেনারা। প্রথম টেস্টে মিরপুর মাঠের দৈন্যদশাই থেকে গেলো চট্টগ্রাম টেস্টে। মাঠ পরিবর্তন হয়ে বদলায়নি বাংলাদেশ টপ-অর্ডারের দৈন্যদশা। হতশ্রী ব্যাটিংয়ের ধারা স্বাগতিকরা অব্যহত রেখেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও। ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। অথচ এই উইকেটেই ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছিল অতিথিরা।
বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামে সিরিজের শেষ টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ৫৩৭ রানে। ৬ রান নিয়ে মুমিনুল ও ৪ রান নিয়ে নাজমুল হোসেন শান্ত তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
পেনাল্টি থেকে পাওয়া ৫ রান নিয়ে ইনিংস শুরু করা বাংলাদেশ প্রথম ওভারেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জাকের আলী ফেরেন চতুর্থ ওভারের দ্বিতীয় বলে। প্রথম ম্যাচে ধৈর্য ধরে খেলা মাহমুদুল হাসান ১০ রান করে ফেরেন ষষ্ঠ ওভারের পাঁচ নম্বর ডেলিভারিতে। পরের ওভারে বোল্ড হন নাইটওয়াচম্যান হাসান মাহমুদ। এর আগে উইয়ান মুল্ডারের সেঞ্চুরির পর ৬ উইকেটে ৫৭৫ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।
-আমাদের সময় ডটকম