জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ মতামত

কুখ্যাত সন্ত্রাসীরা জেল থেকে বিনাশর্তে মুক্তি পায়, কিন্তু নিষিদ্ধ হয় ছাত্রলীগ!

তসলিমা নাসরিন : বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ করে শিবির, হিজবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম ইত্যাদি নানা রকম জঙ্গি সংগঠন। তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। কুখ্যাত সন্ত্রাসীরা জেল থেকে বিনা শর্তে মুক্তি পায়।

কিন্তু নিষিদ্ধ হয় মুক্তিযুদ্ধের চেতনায় জনতাকে উদবুদ্ধ করা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। আওয়ামী লীগ সহ ছাত্রলীগের ভুলের অন্ত ছিল না গত দু’দশক। যতটা অসাম্প্রদায়িক হওয়ার কথা, ততটা ছিল না, যতটা দুর্নীতিমুক্ত হওয়ার কথা, ততটা ছিল না, যতটা দেশপ্রেম থাকার কথা, ততটা ছিল না, যতটা সৎ থাকার কথা, ততটা ছিল না, তাই বলে তাদের নিষিদ্ধ করতে হবে? ঠগ বাছতে তাহলে গাঁ উজাড় হবে। সব দলকেই নিষিদ্ধ করতে হবে।

ইউনুসের ঝুড়িতে জমা হচ্ছে অরাজকতা, অপারগতা, অজ্ঞতা, অশান্তি, অন্যায়, অত্যাচার, অনাচার ইত্যাদি। এখন যাকে তাকে তিনি পদত্যাগ করাতে চাইছেন। তিনি ভাবছেন হাতে গোণা কিছু পেয়ারের লোক নিয়েই তিনি এই ‘গ্রামীণ বাংলাদেশ’টি পরিচালনা করবেন। ফেসবুক থেকে