কবির য়াহমদ : যতদিন দেশ শান্ত হবে না, ততদিন নির্বাচন দেওয়া যাবে না। দেশ অশান্ত রাখতে পারলে এক শ্রেণির লোকের লাভ।
দেশে একের পর এক অরাজক পরিস্থিতির উদ্ভব হচ্ছে, এবং এতে করে দেশ ক্রমশ অশান্ত হয়ে ওঠেছে।
এখানে দেখুন, আওয়ামী লীগ মাঠে নাই। দেশে যারাই মাঠে তারা সবাই আওয়ামী লীগ বিরোধী। এই বিরোধীরা নিজেরা মিলেমিশে শান্ত রাখতে পারছে না দেশ। কয়েকদিন পর এক একেক আওয়াজ তোলে, আর অশান্তি বাড়ে।
মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে যে কাহিনী শুরু, এটা দিয়েও আরেক দফা অশান্ত হয়ে ওঠছে দেশ। এখানেও নাই রাষ্ট্রপতি-পক্ষের মাঠে কেউ। তবু অশান্ত দেশ।
দেশ অশান্ত থাকলে বাইরের অনেকের প্রবেশের সম্ভাবনা বাড়ে। নির্বাচন আরও দূরে সরে যায়। দেরিতে হলেও এখন বুঝতে পারছে বিএনপি। তারা এখনই তাই পাতা ফাঁদে পা দিচ্ছে না। রাষ্ট্রপতি-বিতর্কে নিজেদের দূরে রাখতে চাইছে। কিন্তু চাইলেও তারা এটা পারবে না।
ধারণা করি, এমনভাবে চাপ প্রয়োগ করা হবে যাতে বিএনপিকে রাষ্ট্রপতির পদত্যাগ প্রশ্নে সমন্বয়কদের কথায় ফিরতে হয়। বিএনপি বাধ্য হয়ে যেতে পারে সমন্বয়কদের বিবিধ চাপে, থাকতে পারে সাজা মওকুফের প্রতিশ্রুতিও। লেখক:সাংবাদিক ও কলামিস্ট। ফেসবুক থেকে
মতামত
দেশ অশান্ত রাখতে পারলে একশ্রেণির লোকের লাভ
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- অক্টোবর ২৪, ২০২৪
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 93 জন দেখেছে