মুশফিক ওয়াদুদ : বদরুদ্দীন উমর বলছেন, ‘আওয়ামী লীগের সব সংগঠন ধসে গেছে। কেউ যদি মনে করে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে…, সেটা একেবারেই অসম্ভব ব্যাপার। ১৯৫৪ সালে মুসলিম লীগ যেভাবে শেষ হয়ে গিয়েছিল, এখন আওয়ামী লীগও সেভাবে শেষ হয়ে গেছে।’
ভবিষ্যত আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। তবে আমি বদরুদ্দিন উমরের সাথে এ বিষয়ে দ্বিমত করি। দুটি কারণে :
১। বাংলাদেশকে অন্য দেশ গুলোর মধ্যে ভারতই সবচেয়ে ভালো বোঝে। সে কারণেই ৭১ সালে পাকিস্তানের মতো একটি সুসংগঠিত সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্র আর চীনের সমর্থন থাকার পরও নয় মাসের বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করতে পারতো না। এখন ভারতের যদি এটা মনে হতো আওয়ামী লীগের আর ফেরা সম্ভব না তাহলে শেখ হাসিনা কে আশ্রয় দিত না। রাষ্ট্রের কাছে ব্যক্তিগত কোন সম্পর্ক নাই। রাষ্ট্র স্বার্থ খোজে।
২। মুসলিম লীগের যে উদাহরণ তিনি দিয়েছেন তা আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য না বলেই আমার মনে হয়। আওয়ামী মুসলিম লীগ হওয়ার পর এখানে মুসলিম লীগের আর প্রয়োজন ছিল না। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এটা এখনও ঘটে নাই। দেশে সেক্যুলার পাবলিকের জন্য কোন দল নাই। বদরুদ্দিন উমররা নিজেদের আওয়ামী লীগের বিকল্প ভাবলেও সেকুলার জনগণ ভাবে না। ফলে নতুন একটি সেক্যুলার শক্তি গড়ে না উঠলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকবে।
অথবা আওয়ামী লীগ যদি ফিরে নাও আসতে পারে আওয়ামী সমর্থকরা অন্য একটি প্লাটফর্মে ফিরে আসবে।
লেখক ও গবেষক। ফেসবুক থেকে