রাজেকুজ্জামান রতন : ফার্মগেটে মেট্রো থেকে নেমে বাসের অপেক্ষায় ছিলাম। একজন মধ্যবয়সী রিক্সাচালক বললেন, যাইবেন? ভাড়া কত চান সেটা জানতে চাইলে তিনি আমার বিবেচনার চাইতে বেশি চেয়ে বসলেন। এতো বেশি কেন জানতে চাইলে হেসে বললেন, আপনারা না দিলে পাব কই?
হাসির ফাঁদে পড়ে গেলাম । রিক্সায় উঠে প্রশ্ন, বাড়ি কোথায় ? রাজার হাট কুড়িগ্রাম। কতদিন আছেন ঢাকায়? এই ধরেন, যাওয়া আসা মিলে বিশ বছর।
কুড়িগ্রামে রিক্সা না চালিয়ে ঢাকায় কেন? তিনি হেসে বললেন, এইটা বোঝেন না ? ঢাকায় ইনকাম বেশি, শরম কম। ইনকাম বেশি সেটা না হয় বুঝলাম, শরম কম মানে? কী জ্বালা, বোঝেন না ক্যান। আরে, ঢাকায় তো চেনা মানুষ কম, তাই ।
তাহলে বেশি আয় দিয়ে কী করেন? আহ হা রে ভাই! ঢাকায় তো আসছি অভাবের ঠ্যালায়, খুশিতে নয়। আমাকে বোকা কিন্তু মনোযোগী শ্রোতা পেয়ে তিনি উৎসাহ নিয়ে রিক্সা চালাতে চালাতে বলতে থাকলেন।
আবার প্রশ্ন করলাম, ঢাকায় কোথায় থাকেন? আদাবর। কে কে থাকেন? একাই থাকি, মেসে। পরিবার থাকে রাজারহাট। তিন ছেলে মেয়ে। বড় ছেলে বিয়ে করে গাজীপুর থাকে। ছোট ছেলে ম্যাট্রিক দেবে, মেয়ে মাদ্রাসায় পড়ে।
বাসায় যান কতদিন পর? এই ধরেন এক দের মাস। টাকা পাঠাই। কতদিন পর পর টাকা পাঠান? প্রত্যেক দিন টাকা পাঠাই। না হলে বাজার ঘাট করবে কিভাবে? কত পাঠান ? চারশ, পাঁচশ পাঠাই। কিভাবে পাঠান ? বিকাশে পাঠাই প্রত্যেকদিন সন্ধ্যায়।
এতে সংসার চলে ? কোন রকমে চলে, মাঝে মাঝে অসুখ বিসুখ হলে, পরীক্ষার ফি দেয়ায় সময়, ঘর মেরামতের সময় টাকা লাগলে ঋণ করি। আমি একটু উৎসাহ নিয়ে জানতে চাইলাম, কোথা থেকে ঋণ নেন? একটু অধৈর্য হয়ে বললেন, শোনেন ! গ্রামে এখন মানুষ আছে যারা ঋণ দেয়। কী রকম সুদ নেয় তারা ? বেশি না। পাঁচ হাজার টাকা নিলে মাসে ৫০০ টাকা সুদ আর আসলটা ঠিক থাকবে। যখন আসল দিতে পারবেন তখন ঋণ মাফ হবে।
৫ হাজার টাকা ঋণ নিলে বছরে সুদ ৬০০০ টাকা । খুব বেশি না, তাই না !! লেখক: রাজনীতিবিদ। ফেসবুক থেকে