জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ রাজনীতি

অনলাইনে প্রোঅ্যাক্টিভ আওয়ামী লীগ!

ভওস : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন মাঠের রাজনীতির বাইরে আছে। দলটির নেতাকর্মীরা নিজেদের নিরাপদ অবস্থানে রাখতে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রথম এক-দেড় মাস নিজেদের একেবারে গুটিয়ে রাখলেও ধীরে ধীরে তারা অনলাইন, অফলাইনে নিজেদের প্রকাশ করতে শুরু করেছে। আওয়ামী লীগের ভ্যারিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে দলের নেতাকর্মীদের ওপর হামলা, হত্যা, লুটপাট, হয়রানি, গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে প্রেসনোট দিচ্ছেন। প্রতিদিনই আপডেট দেওয়া হচ্ছে। দলের সর্ববেশষ অবস্থান কী. সেটাও জানানো হচ্ছে। দলের গুরুত্বপূর্ণ নেতারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের সমালোচনায় মুখর হয়ে উঠছেন।

আওয়ামী লীগ সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইসুতে জনমত তৈরি জোরদার চেষ্টা শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে সমালোচনামুখর হচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া, ঢাকার মাত্রাছাড়া যানজটে স্থবির জনজীবন; জনমনে অস্বস্তি, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী সরকারের প্রতি অতিষ্ঠ মানুষ। মানুষের মনের কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিভিউব, টুইটারে। এক্ষেত্রে তারা অনেকটাই সফল হচ্ছেন।

সূত্রমতে, অনলাইনে সরকারবিরোধী অবস্থান শক্তিশালী করার পাশাপাশি মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার লক্ষ্য নিয়ে দলটি এগোচ্ছে। ৫ আগস্টের পর দেশের বিভিন্ন জায়গা দলের নেতাকর্মীদের মাঠে অবস্থান নেওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জে দলটির শক্তিশালী অবস্থান মাঠে জারি রেখেছে। গোপালগঞ্জ থেকে উতসাহিত হয়ে সারাদেশে মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার লক্ষ্যে কলাকৌশল নির্ধারণ করছে দলের হাইকমান্ড। অনলাইনে নিজেদের একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন। মার্চ-এপ্রিল ২০২৫ থেকে ধীরে ধীরে হলেও মাঠের রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান দৃশ্যমান করার লক্ষ্য নিয়ে কাজ করছেন বলেও জানা গেছে।