জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
খেলাধুলা বাংলাদেশ

তর্ক-সাপেক্ষে দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ সাকিব আল হাসান

কবির য়াহমদ : বাংলাদেশ ক্রিকেটের অনেক সাফল্যের নায়ক, তর্ক-সাপেক্ষে দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ সাকিব আল হাসানের শেষ ম্যাচ দেশের মাটিতে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা যদি হয় তবে বাংলাদেশ তার ইতিহাসের শ্রেষ্ঠ ক্রিকেটারকে মাঠ থেকে সম্মান জানাতে পারবে।

সাকিব বাংলাদেশকে যা দিয়েছেন, তা অনেকেই দিতে পারেননি। তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের পুরোটা সময় পুরো ক্রিকেটবিশ্বে তার নাম উচ্চারিত হয়েছে। বাংলাদেশে ক্রিকেটে উল্লেখের মতো অর্জন না থাকলেও বিশ্বক্রিকেট পরিমণ্ডলে একটা নামই উচ্চারিত হতো; সাকিব আল হাসান।

সেই সাকিব দেশের মাটি থেকে বিদায় নেবেন এমনটাই প্রত্যাশিত। বিসিবির উচিত হবে এমন কিছু করা যাতে ক্রিকেটারদের প্রতি তাদের সম্মানপ্রদর্শনে অনীহার দায়মুক্তি ঘটে; শাসক অন্তর্বর্তী সরকারের উচিত এমন কিছু করা যাতে দেশের ক্রিকেট তাদের মনে রাখে।

সাকিব যখন দেশের মাটি থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন, তখন দেশের একদল উশৃঙ্খল লোক তাকে অপমানের দুরভিসন্ধিতে রয়েছে। তারা মাঠে ও মাঠের বাইরে তাকে অপমানের চেষ্টা চলবে, অসম্মান হয় এমন কিছু করতে চাইবে। এদের কেউ কেউ সাকিবকে কটাক্ষ করে নানা ব্যানার-ফেস্টুনও প্রদর্শন করতে পারে।

এমনটা করতে পারলে তারা ভাববে তারা সাকিবকে সারাবিশ্বের মানুষের কাছে ছোট করবে। কিন্তু বাস্তবতা হলো এমন যদি হয়, তবে সারাবিশ্ব দেশের প্রকৃত পরিস্থিতি জেনে যাবে। সারাবিশ্ব জেনে যাবে, বাংলাদেশ কীভাবে চলছে, যেখানে একজন ক্রিকেটার নিরাপদ নন, সেখানে কতখানি অনিরাপদ দেশের মানুষ।

সাকিবের প্রতি অসম্মানজনক কিছু করলে ক্রিকেটবিশ্বে এই কিংবদন্তির ভাবমূর্তিতে সামান্যতম আঁচড় লাগবে না, বরং জাতি হিসেবে আমরাই ছোট হবো। সবাই বলবে, এরা সম্মানীয়কে সম্মান দিতে জানে না। সাকিবের শেষ সিরিজ তাই শাসকদের প্রতি সীমাহীন চ্যালেঞ্জের। দেশের ভেতরটা বাইরে প্রকাশ হয়ে যাওয়ার ভয় আছে এতে। এ কারণে শাসকদের সতর্ক থাকতে হবে, নিরাপত্তা নিয়ে কঠোর হতে হবে।

বিশ্বক্রিকেটে সাকিব কী–এটা বুঝতে তামিম ইকবালের ধারাভাষ্যে তার মন্তব্যকে বুঝতে হবে। ভেতরে যত সুনামিই ঘটুক, মাইক্রোফোনের সামনে সাকিবের নিয়ে ইতিবাচক কথা বলতেই হয় তামিম ইকবালকে। এটাই পরিস্থিতির দাবি।
তামিম পরিস্থিতি রিড করেছেন। বিসিবি, শাসকেরা এবং কতিপয় দর্শকদের তামিম ইকবাল থেকে শিক্ষা নিতে হবে। কেউ দেখবে না সাকিব কয়টা মামলার (মিথ্যা মামলা) আসামি; সবাই দেখবে বিশ্বসেরা একজন ক্রিকেটারের প্রতি অন্যদের রাজনৈতিক প্রতিক্রিয়া।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট