ভয়েস অব সুইডেন : সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। এটা করতে যেয়ে আপনারা ধরা খাবেন! আওয়ামী লীগ কিন্তু পাটগাছ নয়। পাটগাছ আপনি টান দিয়ে উঠিয়ে ফেলতে পারেন, আওয়ামী লীগ বটগাছ। এটা তুলতে হলে অনেক সময় লাগবে।
খুব সম্প্রতি দেশ টিভির এক টকশোতে তিনি আরও বলেন, আওয়ামী লীগ তিন পুরুষের রাজনৈতিক দলরে ভাই। দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে। ছেলে আওয়ামী লীগ করে। ছেলের বাচ্চা হবে, এখনো হয়নি। সেও ছাত্রলীগে নাম লিখিয়ে রেখেছে! এইটা হলো আওয়ামী লীগ। টকশোর ভিডিও কনটেন্ট থেকে শ্রুতিলিখন করা হয়েছে।