জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

মুসলিম দেশগুলোর জন্য মালয়শিয়া একটি আদ‌র্শ

মুশফিক ওয়াদুদ : মাঝে মাঝে মালয়শিয়ান কিছু মানুষের সাথে দেখা হয় এখানে। কিছু দিন আগে এক মুরুব্বীর সাথে পরিচয় হলো। তাঁর ছেলে পিএইচডি করছেন। মুরুব্বি এই সুযোগে তাবলিগে ৪০ দিনে এসেছেন এবং ছেলের সাথে দেখা করতে আসছেন।

মালয়শিয়ানদের সাথে দেখা হলেই আমার একটা কমন প্রশ্ন থাকে : আমেরিকা তে সেই ভাবে মালয়শিয়ান রা আসেন না কেন? এটা সত্য। মালয়শিয়ান একেবারেই দেখি না। খুব কম।

মুরুব্বীর কাছেও এই প্রশ্ন ছিল। উত্তরে উনি পাল্টা প্রশ্ন করলেন: আসবে কেন? কি নাই আমাদের যা এখানে আছে?
উত্তরটা ভালো লাগলো। আসলেই মালয়শিয়ানরা আমাদের মতো পশ্চিমা দেশে আসাবে কেন? নিজের দেশেই ভালো লাইফ তাদের।
ভূরাজনীতি কে কিভাবে নিজের পক্ষে নিতে হয় মালয়শিয়া তার বড় উদাহরণ। আমার কাছে মুসলিম দেশের জন্য মালয়শিয়া একটি আদ‌র্শ মনে হয়।

আগে অ‌র্থনীতি ঠিক করেন, মানুষের কাজের ব্যবস্থা করেন, মানুষদের কে খেয়ে পরে বাঁচতে দেন, তারপর মতাদ‌র্শ প্রতিষ্ঠা কইরেন। কিন্তু মতাদ‌র্শ নিয়ে মারামারি করতে গেলে আর অ‌র্থনীতি ঠিক থাকে না। লেখক ও গবেষক। সূত্র : https://www.facebook.com/mushfique.wadud