জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাস খানেক আগেই কেন লেবাননে আক্রমণ করল ইজরাইল?

ব্রাত্য রাইসু : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাস খানেক আগেই কেন লেবাননে আক্রমণ করল ইজরাইল? এবং কেন প্রথম অক্টোবরেই ইরান মিসাইল আক্রমণ করল ইজরাইলে? মানে এই মাসেই কেন? যখন আর এক মাস পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘটিত হইতে যাইতেছে!
এর কী প্রভাব পড়তে পারে ৫ নভেম্বর মঙ্গলবারের নির্বাচনে?

জো বাইডেন বলছেন, ইজরাইলের প্রতিরক্ষা নিশ্চিত করতে “সক্রিয় সহায়তা” দিবে ওয়াশিংটন। “সক্রিয় সহায়তা” কী জিনিস? মার্কিন সৈন্যরা যুদ্ধে অংশগ্রহণ করবে? সে রকম হইলে, ট্রাম্প মনে হয় না জিততে পারবে। এই যুদ্ধ ট্রাম্পরে ঠেকানোর প্রক্সি যুদ্ধ। যদি তেমন হয়, তাইলে এই প্রক্সি যত গর্জাবে তত বর্ষাবে না। মধ্যপ্রাচ্য জুইড়া ব্যাপক অশান্তি শুরু হবে না। নির্বাচনের পরে নেতানিয়াহুরে সরাইয়া দিবে আমেরিকা? দেওয়ার কথা।

২.
যদি এইটা নির্বাচনের প্রক্সি যুদ্ধ হয় তাইলে নির্বাচনের পরে যুদ্ধ চলার কারণ নাই। এই যুদ্ধ নিয়া চীন যদি অংশগ্রহণ মূলক না হয়, তাইলে বোঝা যাবে এই প্রক্সি যুদ্ধে তাদের অ-সায় নাই। নির্বাচনের পরে এই যুদ্ধের আর প্রয়োজন থাকবে না। যুদ্ধের টাইম নির্ধারণটাই এই রকম চিন্তার কারণ।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পরেও চুপ থাকছে ইরান, কারণ অক্টোবরে তাদের যুদ্ধ করতে হবে, হয়ত তারা জানত। চালাইয়া যাওয়ার ব্যাপার থাকলে তখনই যুদ্ধ শুরু করত ইরান।

সূত্র : https://www.facebook.com/bratyaraisu

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video