সুইডেনে অনেক পুরনো কাপড় প্রতি বছর মানুষ আবর্জনার মধ্যে ফেলে দেয়। তবে আগামী বছরের শুরুতে নতুন নিয়ম আসবে, কেউ আর আবর্জনার মধ্যে কাপড় ফেলতে পারবে না।
আগামী বছর থেকে পুরনো কাপড় একটি রিসাইক্লিং স্টেশনে জমা দিতে হবে। যার তত্বাবধয়নে থাকবে পৌরসভা, যারা কাপড়ের রিসাইকেলিংয়ের ব্যবস্থা করবে।
অনেক পৌরসভা ইতিমধ্যে পুনর্ব্যবহারযোগ্য কার্যক্রম করে আসছে। কিন্তু এখন তাদেরকে জামাকাপড় বাছাই করার জন্য আরোও ব্যবস্থা শুরু করতে হবে। কিছু কাপড় পুনরায় র্ব্যবহৃত করা হবে আর কিছু ব্যাবহারিত হবে সম্পূর্ণ নতুন জিনিসে তৈরিতে। কিন্তু এখনই সকল নিয়ম
পুরোপুরি তৈরি হয় নাই। সুইডেন ইইউ এর নিয়মের জন্য অপেক্ষা করছে যা এই শরৎ সম্পূর্ণ হতে পারে। এমন হতে পারে যে, যে সকল কোম্পানি কাপড় বিক্রি করে থাকে তারা কিছু পুরানো কাপড়ের রিসাইকেলিংয়ের ব্যবস্থা করবে। পৌরসভাগুলো এখনো জানে না আগামী বছর কিভাবে তারা কাজ করবে। এমনটাই বলছে বর্জ্য সুইডেন সংস্থাটি।
পৌরসভা গুলো আগামী বছর কার্যকর হওয়া নতুন নিয়ম নিয়ে সমস্যায় পড়তে পারে এমনটিই
বলছে বর্জ্য সুইডেন সংস্থাটি। কাপড় রিসাইকেল করার জন্য যথেষ্ট ভালো প্রযুক্তি নেই তাই বর্জ্য ব্যাবস্থাপনা কঠিন হতে পারে তাই এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করে বর্জ্য সুইডেন সংস্থাটি।
Leave feedback about this