জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
জলবায়ু ও পরিবেশ

পরিবেশ রক্ষার্থে কাপড় ব্যবহারে সচেতনতা দরকার।

সুইডেনে বেশির ভাগ মানুষ বছরে প্রায় ২৫টি নতুন পোশাক ক্রয় করে থাকে, যার মধ্যে মোজা এবং অন্তর্বাস অন্তর্ভুক্ত নয়। কিন্তু নেচার কনজারভেশন সোসাইটি এর মতে, পৃথিবীর জলবায়ুর জন্য সুইডেনের মানুষের উচিত প্রতি বছর পাঁচটি নতুন জামাকাপড় ক্রয় করা। নেচার কনজারভেশন সোসাইটি সুইডেনের মানুষের কাপড় ক্রয় ও ব্যবহারের উপর একটি জরিপ করেছে।

নেচার কনজারভেশন সোসাইটির বিট্রিস রিনডেভাল এর মতে মানুষ অনেক সস্তা জামাকাপড় কেনাকাটা করে এবং অল্প সময়ের জন্য ব্যবহার করে। তারপর সেগুলো ফেলে দেয়। যা প্রকৃতির জন্য ক্ষতিকর। কাপড় তৈরির কারখানা প্রচুর গ্যাস নির্গত করে যা জলবায়ুকে উষ্ণ করে তোলে। আমরা যত বেশি কাপড় কিনি, ততো বেশি গ্যাস নির্গত হয়। বিট্রিস রিনডেভাল এর মতে আমাদের অবশ্যই কম কাপড় ব্যবহার করতে হবে। মানুষ যদি কম কাপড় কিনে এবং সেগুলি যদি বেশি সময় ব্যবহার করে তবে পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস নির্গমন কম হয়। নেচার কনজারভেশন সোসাইটির মতে একটি পোশাক প্রায় ২৭০ বার ব্যবহার করা উচিত। অথচ বেশিরভাগ মানুষ একটি টি-শার্ট ৩০ বার ব্যবহার করে থাকে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video