আজ সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বন উন্নয়নের জন্য বৃক্ষ রোপনের কাজ। এদিন এই বন উৎসব শুরু করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি বিষয়ক কর্মদক্ষ্য মুক্তার সেখ এবং মথুরাপুর লোকসভার সদস্য বাপি হালদার এবং পশ্চিম বাংলার বিধান সভার সদস্য অলোক জলধার সহ অন্যান্য জেলা পরিষদের সদস্য ও পশ্চিম বাংলা সরকারের কর্মচারীরা। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকা গোসাবা থেকে শুরু করে ক্যানিং পূর্ব ও পশ্চিম এবং সুন্দর বন বিভাগের কাকদ্বীপ ও নামখানা থেকে মথুরাপুর লোকসভার বিভিন্ন যায়গায়। সেই সঙ্গে জয়নগর ও যাদবপুর লোকসভার বিভিন্ন যায়গায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। পশ্চিম বাংলা সরকার চায় প্রতিটি ব্লক এবং থানা এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করতে। সেই সঙ্গে পশ্চিম বাংলা সরকারের দেওয়া বৃক্ষ প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন যায়গায় রোপন করতে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই কর্মসূচি ঘোষণা করেছেন। এবং কলকাতার মহানগর থেকে সরকারি জমি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ হাসপাতালে র এবং সরকারি অফিসে র সন্নিকটে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করতে নতুন বৃক্ষ রোপন করা হয়েছে।।এর জন্য কয়েক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। ইতিমধ্যেই পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
Leave feedback about this