এপ্রিল ১৯, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

ভারতের জম্বু ও কাশ্মীরের কুপওয়াড়ার কেরান সেক্টরে সেনা ও জঙ্গিগোষ্ঠী র গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি

গতকয়েকদিন ধরে ভারতের জম্বু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে বিভিন্ন যায়গায় গুলির লড়াই চলছে। ভারতের সীমান্তে পাক অধিকৃত জম্বু ও কাশ্মীরের ডোডা থেকে শুরু করে পুলমওয়া,উরি এবং কুপওয়াড়ার কেরান সেক্টরে আজ সকাল থেকে গুলির লড়াই চলে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গি সংগঠনের। এই লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গি র। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। তার টের পেয়ে প্রথমে গুলি ছোড়ে জঙ্গিগোষ্ঠী সদস্যরা। প্রত্যুত্তরে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়।তাতে দুই জঙ্গি র মৃত্যু হয়েছে। তবে ঘনো জঙ্গল ও পাহাড়ি এলাকায় থেকে জঙ্গি সংগঠন সদস্যরা ঘাঁটি স্থাপন করে তারা হামলা চালায় চালিয়ে যাচ্ছে। বর্তমানে পাক অধিকৃত জম্বু ও কাশ্মীরের বিভিন্ন জঙ্গি সংগঠন সদস্যরা তারা আফগানিস্তানে র মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ফেলে যাওয়া সামরিক অস্ত্র নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে এমন তথ্য উঠে এসেছে। কিছুদিন আগে জঙ্গি সংগঠনের হামলায় ভারতের চার আধা সামরিক বাহিনীর সদস্য র মৃত্যু হয়। তখন থেকেই কড়া ও পাল্টা ধাওয়া করেছে জঙ্গিগোষ্ঠী র সদস্যদের। ভারতের অনুপ্রবেশকারী জঙ্গি সংগঠন এর প্রধান শাখা জইশ মহম্মদ এর সদস্যরা মূলত নতুন নাম ধারণ করেছে কাশ্মীর টাইগার নামে।তারা পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী র প্রশিক্ষণ কেন্দ্র এসে ভারতের জম্বু ও কাশ্মীরের বিভিন্ন যায়গায় হামলা চালিয়ে যাচ্ছে।

ভারত থেকে নিউজ দাতা, মনোয়ার ইমাম

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video