ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে মতবিনিয় করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ১৭ নভেম্বর ফাঁস হওয়া অডিও ক্লিপে শোনা যায় নেতাকর্মীদের সঙ্গে ইউনূস সরকারের সময়ের বিশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনা বলছেন, ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত যতো হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ যা কিছু ঘটেছে সব মাফ করে দায়মুক্তি দেওয়া হলো। দায়মুক্তি কখন দেয়? যখন অপরাধ করে, যাদের দায়বদ্ধতা থাকে, তাদেরই দায়মুক্তি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, দায়মুক্তি দেওয়া যাবে না কেন? কারণ ইউনূসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। সেটা তারা বলছেও।
তিনি অভিযোগ করে বলেন, জঙ্গিদের তারা ছেড়ে দিয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি এখন উপদেষ্টা। ইউনূস তো নিজেই স্বীকার করলো, এটা কোনো গণঅভ্যুত্থান নয়। মেটিকুলাসলি ডিজাইন করা আন্দোলন, যে তার মাস্টারমাইন্ড সে প্লান করে এ ঘটনাগুলো ঘটিয়েছে। সে নিজেই বলেছে, এটা ছাত্র বা জনগণের আন্দোলন নয়। তার মানে এদের নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ইউনূস। তাদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত সমস্ত ছাত্রছাত্রীরা এতে যুক্ত হয়েছিলো।
শেখ হাসিনা বলেন, আমরা তো মানুষকে হত্যা করি নাই, আমাদের আজকে হত্যাকারী বানায়। আমরা জুডিসিয়াল ইনকুয়ারি কমিটি করে দিয়েছিলাম। কোনো সরকার যদি হত্যাকাণ্ড করে, তাহলে কি তারা জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন করে? ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমরা দেশটাকে উন্নত করেছি। সেই অর্থনীতি এখন কী হচ্ছে?