ফজলুল বারী : “আওয়ামী সরকার ১৬ বছর আগে যখন ক্ষমতায় আসে তখন (২০০৮-০৯ অর্থ বছরে) মোট বাজেট ছিলো ৯৯ হাজার কোটি টাকা। আর তথাকথিত শ্বেতপত্র বলছে, আওয়ামী সরকার বছরে পাচার করেছে ১৬ বিলিয়ন ডলার যার বর্তমান বাজার মুল্য ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা। মেয়াদোত্তীর্ণ খেলেও বুঝি এভাবে একটা হিসাব দাঁঢ় করানো সম্ভব? প্লিজ, একটু সেনাপ্রিয় দেবপ্রিয়কে জিজ্ঞেস করুন আসলে তিনি কী খেয়েছেন?
আচ্ছা ধরেই নিলাম আওয়ামী আমলে প্রতিবছর ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা পাচার হয়েছে। অর্থাৎ দেশের অর্থনীতি থেকে এই টাকাটা সরে গেছে। তাহলে ৯৯ হাজার কোটি টাকা দিয়ে বাৎসরিক বাজেট শুরু করে ১৬ বছরে যদি প্রতি বছর ১ লক্ষ ৯২ হাজার কোটি পাচারজনিত ঘাটতি মোকাবেলা করে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ৭ লক্ষ ৯৭ হাজার কোটিতে (২০২৪-২৫ অর্থ বছর) উন্নীত করা যায়, তাহলে আমাদেরতো সেই সরকারই দরকার।
যদি প্রতি বছর অন্তত ১৬ বিলিয়ন ডলার অতিরিক্ত রিজার্ভ জমা না হয় তাহলে কী বছর আমাদের সিদ্ধান্তে আসতে হবে ইউনুস সরকার সেই পরিমান ডলার পাচার করেছে।” ফেসবুক থেকে