গতকাল ২১ জুলাই দুপুরে রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-৭ বিজেআই মডেল) দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শুধু সাধারণ মানুষই নয়, দেশের ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।
উত্তরায় বিমান দুর্ঘটনার এ ঘটনায় দেশজুড়ে আজ পালিত হচ্ছ রাষ্ট্রীয় শোক। এদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে আজ উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ম্যান ইন গ্রিনদের অধিনায়ক সালমান আঘা।
প্রথম ম্যাচ জয়ের পর আজ একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনিংয়ে থাকছেন না তানজিদ তামিম। পারভেজ ইমনের সঙ্গে আজ দেখা যাবে নাইম শেখকে। আর বোলিংয়ে তাসকিন আহমেদের বদলে থাকছেন শরিফুল ইসলাম।
পাকিস্তানও মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। আবরার আহমেদের পরিবর্তে মাঠে নামবেন আহমেদ দানিয়াল।