ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর করে পুলিশে দিয়েছেন বিএনপি নেতারা

শরীয়তপুরের গোসাইরহাটে স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল শেখকে মারধরের পর আটকে রেখে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ৮টায় ধীপুর কালিখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোসাইরহাট থানার এসআই সজিবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা এখনো জানায়নি পুলিশ।

গ্রেফতার রাসেল শেখ (৩৮) গোসাইরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত মজিদ শেখের ছেলে। তিনি গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মীরা রাসেলকে কালিখোলা বাজারে আটক করে একটি দোকানে বেঁধে রাখে। এরপর গোসাইরহাট থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে রাসেলকে আটক করে থানা হেফাজতে নেয়।

গোসাইরহাট থানা পুলিশ উপপরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসআই সজিব বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল শেখকে বিএনপি নেতারা আটকে রেখে আমাদের খবর দেন। আমরা তাকে থানা হেফাজতে নিয়ে আসি।