জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

সৌদি আরব সারাদেশে ভাস্কর্য নির্মাণ শুরু করেছে

বিশ্বজিত দত্ত : সৌদি আরব সারাদেশে ভাষ্কর্য নির্মাণ শুরু করেছে। সেই ভাস্কর্যগুলো আরব সংস্কৃতির অংশ হিসাবে উপস্থাপন করা হবে। মজার বিষয় হলো আফগানিস্তানে ভাস্কর্য ভেংগে ফেলা হয়েছে সৌদিকে ফলো করে। হাজার বছর পর সৌদিরা আবার ফিরিয়ে আনছে তাদের সংস্কৃতিকে। প্রকৃতি এভাবেই নিজেকে ফিরিয়ে আনে। মাঝখানে কিছুএলোমেলো হয়। লেখক:সাংবাদিক। ফেসবুক থেকে