বুধবার সুইডেনের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টি এবং বজ্রপাত হয়। আকাশে বজ্রপাতের সংখ্যা কমপক্ষে ৪০ হাজারের মত ছিল। এ ব্যপারে এসএমহ ই কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল। পশ্চিম সুইডেনে বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছিল। ইয়ংঙ্কোপিং এ খুব ভারী বৃষ্টিপাত হয় যার ফলে রাস্তায় এবং বাড়িতে বন্যার সৃষ্টি হয়। বন্যায় অনেক বাস ও গাড়ি আটকে পড়ে। এই পরিস্থিতে ই৪ রাস্তা বন্ধ করে দেওয়া হয়। জরুরি পরিষেবা অধিদপ্তর জনগনকে গাড়ি চালানো এবং বাড়ির বাহিরে যেতে নিষেধ করেছে। ইয়ংঙ্কোপিংএর নিকটে হুস্কভারনায় মাটি ধসের ঘটনা ঘঠেছে।
সুইডেন
সুইডেনের ইয়ংঙ্কোপিং-এ বন্যা
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১১, ২০২৪
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 594 জন দেখেছে
Leave feedback about this