শিক্ষার্থীর হত্যার প্রতিবাদে স্লোগান স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
আন্দোলনকারীদের দাবি একটাই, ৪৮ ঘণ্টার মধ্যে সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
শুক্রবার সকাল থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন ঢাবির শিক্ষার্থীরা। সেখান থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে, মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে এসে বিচার দাবিতে অবস্থান নেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নিরাপদ ক্যাম্পাস এবং মূল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
থানা ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধি দল। বৈঠক শেষে, তারা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেফতার না হলে, রোববার থেকে আবারও শুরু হবে আন্দোলন।
গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কথা–কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে মারা যান সাম্য। এরপর থেকে সুষ্ঠু বিচারের দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা।