সাভারে প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে সাবেক সাংসদ ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত ওই যুবকের নাম মো. শাহিন (৩০)। সে সাভারের বলিয়াপুর কোটাপাড়া এলাকার মো. কবির হোসেনের ছেলে।
শাহিন সাভার পৌর এলাকার রেডিও কলোনি মহল্লায় ভাড়া থেকে ঘটনাস্থলের পাশেই বরুনের মালিকানাধীন কামনা অটোমোবাইল নামক প্রাইভেটকার গ্যারেজে পেইন্টিং মিস্ত্রির কাজ করত।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গ্যারেজের কর্মচারী আব্দুর রব জানায়, নিহত শাহীন অনেক ভালো লোক ছিল। সে দুই বছর ধরে আমাদের সঙ্গে কাজ করত।
তার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। সোমবার সারা দিন সে গ্যারেজে কাজ করেছে এবং সন্ধ্যায়ও গ্যারেজে কাজ করেছে।
নিহতের ছোট ভাই মো. আরিফ জানায়, আমার ভাই কারো কোনো ক্ষতি করেনি। তাহলে কেন তাকে হত্যা করা হলো।
এখন তার একমাত্র শিশুপুত্র এবং স্ত্রীর কি হবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। বিষয়টি তদন্ত করছি বিস্তারিত পরে জানানো হবে।