আগস্ট ১৮, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

সাবেক ডিবি প্রধান হারুন সহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব নাসিমুল গনি এতে স্বাক্ষর করেন।

বরখাস্তাদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘পলায়নের শাস্তিযোগ্য অপরাধে’ অভিযুক্ত। বাংলাদেশ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুচ্ছেদ ও বিধি ১২(১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময় তাদের খোরপোষ ভাতা প্রদান করা হবে এবং জনস্বার্থে এ আদেশ প্রয়োগ করা হয়েছে।
বরখাস্তকৃতদের মধ্যে রয়েছে— ৩ জন ডিআইজি, ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপার।

সরকার জানিয়েছে, সাময়িক বরখাস্ত নির্ধারিত হলেও তদন্ত ও প্রক্রিয়া শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। এই পদক্ষেপ প্রশাসনের শৃঙ্খলা রক্ষা এবং দায়িত্বহীনতা প্রতিরোধে নেওয়া একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।