জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

সাফ ফুটবল, নেপালের হার ও আশাভঙ্গের কথা

আফসান চৌধুরী : আমরা সবাই খুশি কিন্তু একবার ভাবুন নেপালিদের কেমন লাগছে ? এই নিয়ে ছয়বার সাফ ফাইনালে কিন্তু একবারও জয় দেখলো না I তারা ১২ বার বিভিন্ন ফাইনালে উঠেছে কিন্তু একবার জেতেনি I এবার সবাই আশা করেছিল I টিকিট সব বিক্রি হয়ে যায় , বাড়তি কিছু টিকিট ছাড়া হয় অথচ সবাই ঘরে গেলো বিষন্ন মনে I

সেমী ফানালে ইন্ডিয়া কে হারাবার পর মানুষের মনে আশা জেগেছিলো I ইন্ডিয়া যে পেনাল্টি পায় সেটা কেউ মেনে নেয়নি I ১-১ রেসাল্ট ছিল খেলার তাই পেনালিটি শুট আউট করে জেতা ছিল এতো মধুর I কিন্তু শেষ রক্ষা হলো না I তবু নেপাল মিডিয়া অত্যন্ত শালীন ভাবে বিশ্লেষণ করেছে খেলার , গোলের, বাংলাদেশকে অনেক প্রশংসা করেছে I

আমি ভীষণ খুশি কিন্তু তার মাঝেও কষ্ট আছে, সহমর্মিতা আছে তাদের জন্য I ভাই নেপালিরা একদিন হবে আপনাদের I আপনারা তো আমাদের ক্রিকেট টিম না, ৫০ বছর পরও। -লেখক ও গবেষক