জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ মতামত

সরকারের সিদ্ধান্তহীনতা, দুর্বলতা ও অধারাবাহিকতা

গোলাম মাওলা রনি : স্বাধীনতার পর থেকে দেশে এমন দুর্বলতর সরকার আমরা আর কখনো দেখিনি। যে সরকারের কাছে আমাদের আগ্রহ, আকাক্সক্ষা সীমাহীন। ভালোবাসা-তাও হৃদয়ের গভীর থেকে। সমর্থন আমরা রক্ত দিয়ে দিয়েছি। ফলে এ সরকার আমাদের আদরের ধন! কলিজার টুকরা!! আমাদের চোখের মনি। কিন্তু আমাদের আদরের এ জায়গাগুলো ফিকে হয়ে যাচ্ছে। সরকারের সিদ্ধান্তহীনতা, দুর্বলতা ও অধারাবাহিকতা। মানে কোনো কিছুতেই সরকার ধারাবাহিকতা রাখতে পারছে না। সিদ্ধান্ত গ্রহণ, পরিবর্তন ও বাতিল করার ক্ষেত্রে সরকারের একক কর্তৃত্ব আছে বা সরকার নিজের কথায় চলে, এরকম কোনো লক্ষণ আমরা এখনো পর্যন্ত দেখছি না।

ড. মুহাম্মদ ইউনূস সরকারের যে স্বাভাবিক চরিত্র, এই চরিত্রে রাষ্ট্রের পুরো জিনিসগুলোই যেন অনেকটা ছেলের হাতের হাতের মোয়ার মতো হয়ে গেছে। ছেলের হাতের মোয়ার কারণে নানা রকম বালখিল্য, আপনারা জানেন যে, বালকদের যে খেলাধুলাকেই বালখিল্য বলা হয়। রাষ্ট্রপরিচালনা বা রাষ্ট্রের বিষয়গুলো এখন বালকসুলভ বা বালখিল্য তৈরি হয়ে গেছে। পরিচিতি: সাবেক সংসদ সদস্য। সংক্ষিপ্ত। শ্রুতিলিখন করা হয়েছে।